ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জনগণ তাকে প্রত্যাখ্যান করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
জনগণ তাকে প্রত্যাখ্যান করবে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: জিএম মুজিবুর

ঢাকা:  ভারতের সঙ্গে এই মুহূর্তে প্রতীরক্ষা চুক্তির প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,  প্রধানমন্ত্রী চুক্তি করে ফিরে এলে দেখতে হবে জনগণ তাকে স্বাগত জানায়, না প্রত্যাখ্যান করে। যদি তিনি এমন কোন চুক্তি করেন যা দেশের স্বাধীনতা-সার্বভৌম খর্ব করে তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই তা প্রত্যাখ্যান করবে।

সোমবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘আধিপত্যবাদী আগ্রাসন: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, আজ বাংলাদেশের ন্যায্য পাওনা বিষয়গুলো নিয়ে কোন কথা হচ্ছে না।

তিস্তা নিয়ে কোন আলোচনা হচ্ছে না। অথচ যেখানে আমাদের প্রয়োজন নেই সেই চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছেন।

দ্বীপাক্ষিক চুক্তি নিয়ে তিনি বলেন,  আজ যে চুক্তি হচ্ছে সে ব্যাপারে স্ট্যান্ডিং কমিটিতে কোন আলোচনা নেই। পার্লামেন্টে আলোচনা হয়নি। এমনকি সুশীল সমাজেও কোন আলোচনা হয়নি। অথচ জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি হতে যাচ্ছে।

এসময় সংগঠনের পক্ষ থেকে আগামী ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।