সোমবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘আধিপত্যবাদী আগ্রাসন: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, আজ বাংলাদেশের ন্যায্য পাওনা বিষয়গুলো নিয়ে কোন কথা হচ্ছে না।
দ্বীপাক্ষিক চুক্তি নিয়ে তিনি বলেন, আজ যে চুক্তি হচ্ছে সে ব্যাপারে স্ট্যান্ডিং কমিটিতে কোন আলোচনা নেই। পার্লামেন্টে আলোচনা হয়নি। এমনকি সুশীল সমাজেও কোন আলোচনা হয়নি। অথচ জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি হতে যাচ্ছে।
এসময় সংগঠনের পক্ষ থেকে আগামী ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
এএম/জেডএম