তিনি বলেন, গণতন্ত্রের জন্য বা আজকে যে মানুষের অধিকার হনন করা হচ্ছে, মানুষের ভোট নিরুদ্দেশ করা হচ্ছে- সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য বিএনপির যে আন্দোলন, এ ধরনের আন্দোলনের সঙ্গে নতুন জোটের কোনো সম্পর্ক নেই।
সোমবার (০৮ মে) বিকেলে কুমিল্লার আদালতে ২০১৫ সালে বিএনপি জোটের আন্দোলনের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হন।
এর আগে কুমিল্লা জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহর আদালতে বিস্ফোরক মামলায় এবং জ্যেষ্ঠ জুডিশিয়াল হাকিম সাইফুল ইসলামের আদালতে হাজির হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
আদালত এই দুই মামলায় তাদের উচ্চ আদালতের জামিন বহাল রেখে শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জেডএস