ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জামাতি-রাজাকারদের জোটে রেখে মুক্তিযোদ্ধা লিস্ট করবেন!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
জামাতি-রাজাকারদের জোটে রেখে মুক্তিযোদ্ধা লিস্ট করবেন! বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- ছবি- ডি এইচ বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। খালেদা জিয়ার দীর্ঘ বক্তব্যকে অনেকে বলছেন নির্বাচনী ইশতেহার। আর তার ভিশনের ভিন্ন পয়েন্ট নিয়ে প্রশ্ন তুলে তা বাস্তবায়নে স্ববিরোধী বলে মন্তব্য অনেকের।  
 
 

খালেদা জিয়া বুধবার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে ২০৩০ সালের মধ্যে লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে ৩৭ দফায় ভিশন- ২০৩০ ঘোষণা করেন।  
 
এরপর তার বক্তব্য নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকেই।

সঙ্গে চলতে থাকে আলোচনা-সমালোচনা।  
 
বাংলানিউজে খালেদা জিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে আলাদা আলাদা সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ বাংলানিউজের ফেসবুক পাতায় শেয়ার হওয়ার পর বিভিন্ন মন্তব্য পড়তে থাকে।  
 
‘বিএনপি মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা করবে’- ফেসবুকে বাংলানিউজের এ খবরের নিচে নুরুল হোসেন নামে একজন লিখেছেন, খালেদার পাশে জামাতি-রাজাকারদের জোটে রেখে মুক্তিযোদ্ধা লিস্ট করবেন! কী মজা। শহীদদেরও কি ৩০ লাখ থেকে ৩১ লাখে নিয়ে আসবেন? আপনি তো বলেছেন শহীদদের সংখ্যা ৩১ লাখ।
 
জামাল উদ্দিন নামে একজন লেখেন, সাথে রাজাকার, আল বদরদের টাও... নিজেদের নামটা তালিকাভুক্ত করতে ভুলে যাবেন না কিন্তু, যেমনটি গিয়েছিলেন গঙ্গার পানির কথা...।
 
মাথাপিছু আয় নিয়ে খালেদা জিয়ার ‘ক্ষমতায় গেলে মাথাপিছু আয় হবে ৫ হাজার মার্কিন ডলার’- এই শিরোনামে সংবাদের নিচে এসএম হাসান মাহবুব নামের একজনের মন্তব্য- তিনবারে ক্ষমতায় গিয়েও ১০০০ ডলার ক্রস করতে পারলেন না??? আর একবারে গিয়েই ৫০০০ করে ফেলবেন ... 
 
বাংলাদেশকে রংধনু জাতি বানাবেন খালেদা- ফেসবুকে এ সংবাদ শেয়ারের পর মাজহারুল আনোয়ার লিখেছেন, রংধনু হলো ক্ষণস্থায়ী স্বপ্নের মতো যা দ্রুততম সময়ে হারিয়ে যায়। এটা আবার ভিশন হয় কেমন করে?
 
‘৩৭ দফায় ভিশন ২০৩০ ঘোষণা বিএনপির’- সংবাদে শহীদ তরুণ লিখেছেন, একজন জিগাইল, ভীষণ ২০৩০ কী? বাসা থেকে ১০ পাতা রচনা লিখে এনে টিভির সামনে বসে ভুলভাল উচ্চারণে পাঠ করিলে তাকে ভিশন-২০৩০ বলে। ’
 
এছাড়াও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ অনেকেই।
 
‘ফিরে দেখা বিএনপি-জামাতের দুঃশাসন’ শিরোনাম দিয়ে পুতুলের পাতায় লেখা হয়েছে, বিএনপি-জামায়াত আমলে আওয়ামী লীগ ও মহাজোট নেতাদের উপর নির্যাতনের চিত্র।  আজ আপনি গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, অধিকারের কথা বলেন, টেলিভিশন চ্যানেল ‘টক’শোতে ভাড়া করা সুশীল সাজেন।  কোথায় ছিলো সেইদিন গণতন্ত্র? কোথায় ছিলো সেইদিন মানবতা? কোথায় ছিলো সেইদিন আন্দোলনের অধিকার? কোথায় ছিলো সেইদিন টক শো এর সুশীল বাবুরা?- সাধু তুমি সাবধান
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, খালেদা জিয়া নাকি ২০৩০ সালের মধ্যে দেশে 3G আনবেন? আগামী কয়েক মাসের মধ্যে দেশে 4G আসছে।
 
পলক লিখেছেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের জন্য একজন করে ডাক্তার নিয়োগ করা হবে!’- খালেদা জিয়া।  
 
এর প্রতিক্রিয়ায় মুরাদ হোসেন লিখেছেন, ‘এমনিতেই হাতুড়ে ডাক্তারদের নিয়ে আমরা বিপদে আছি। এরমধ্যে উনি তো মনেকয় ভুয়া ডাক্তারের ডিলারশিপ নিয়ে বসবেন। উনার এখন পাবনা যাওয়ার সময় ঘনিয়ে আসছে। ’
 
রংধনু জাতি বানানোর বক্তব্যের বিষয়ে তৌহিদুর রহমান ডালিম লিখেছেন, ‘মি বিনের রিপ্লেস কমি বেগম খালেদা জিয়া’।
 
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।