শনিবার (১৩ মে) দুপুরে শহরের নবাববাড়ী রোডের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এ জন্য প্রয়োজন স্বতন্ত্র নির্বাচন কমিশন। বিএনপির এ দাবি সরকারকে মেনে নিতে হবে। না মানলে, আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।
বিএনপিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে দলের এ নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার দরকার। আমরা এ দাবি আদায়ে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা প্রস্তুত থাকুন।
তিনি বলেন, আগামী দিনে বিএনপি কী করবে তা জনগণ জানতে চায়। তাই, জনগণকে জানাতে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন খালেদা জিয়া। এটা নতুন নয়, এর আগেও বিএনপি ভিশন ঘোষণা করেছিলো। বিএনপি আন্দোলন ও নির্বাচন দু’টোরই প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমবিএইচ/ওএইচ/