ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জাগপা সভাপতি শফিউলের মৃত্যুতে খালেদা-ফখরুলের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
জাগপা সভাপতি শফিউলের মৃত্যুতে খালেদা-ফখরুলের শোক

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

এর আগে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে শফিউল আলম প্রধান আসাদগেটের নিজবাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

খালেদা জিয়া তার শোকবার্তায় বলেন, একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তার অবদান ছিলো উল্লেখযোগ্য। তার ভূমিকা এ দেশের মানুষ চিরদিন মনে রাখবে।

বিএনপি চেয়ারপারসন শফিউল আলম প্রধানের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বিবৃতিতে শফিউল আলম প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমআইএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।