ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা বিএনপির নেতাকর্মীদের মিছিলে পুলিশের বাধা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি মহানগর বিএনপি। তবে, দলীয় কার্যালয়ের সামনে বসে পড়ে প্রতিবাদ সভা করেছে তারা। 

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে রোববার (২১ মে) বিক্ষোভ ডাকে কেন্দ্র।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে বেলা সাড়ে ১১টার দিকে মহানগর বিএনপি মালোপাড়ার দলীয় কার্যালয় থেকে মিছিল করার চেষ্টা করে।

নেতা-কর্মীরা জড়ো হয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনেই বসে পড়েন এবং সেখানে প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। এ সময় মহানগরীর শাহ মুখদম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

এর আগে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করে সেচ্ছাসেবক দল।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।