ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়ি জেলা বিএনপি নেতা মিল্লাত আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, জুন ১৬, ২০১৭
খাগড়াছড়ি জেলা বিএনপি নেতা মিল্লাত আর নেই

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শুক্রবার (১৬ জুন) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবু তালেব জানান, গত ২ মার্চ ওয়াদুদ ভূইয়াকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। এর আগে মোস্তাফিজুর রহমান দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছন।

তার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে এসেছে জানিয়ে আবু তালেব বলেন, শনিবার (১৭ জুন) রাতে মোস্তাফিজুর রহমানের মরদেহ খাগড়াছড়িতে আনার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।