ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ভোটাধিকারের লড়াইয়ে প্রস্তুত হওয়ার আহ্বান তরিকুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ভোটাধিকারের লড়াইয়ে প্রস্তুত হওয়ার আহ্বান তরিকুলের যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল

যশোর: বিএনপির স্থায়ী কমিটির তরিকুল ইসলাম বলেছেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।

বুধবার (২১ জুন) যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, যেখানে মানুষের বিচার পাবার অধিকার নেই, যেখানে মানুষ বিচার চাইতে পারে না, সে সমাজে বসবাস করছি।

গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের এক হয়ে লড়াই করতে হবে।

যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর হুদার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও তরিকুল পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও তরিকুল পত্নী অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর মন্ডল, রফিকুর রহমান তোতন, অ্যাড. ইসহাক, গোলাম রেজা দুলু, এড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান॥

এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা মুন্নি, সদর উপজেলা সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, চৌগাছা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, সহ সভাপতি শাহদাৎ উল্লাহ লাল্টু, বদিউজ্জামান ধনি, যুগ্ম সম্পাদক এম তমাল আহমেদ, সহ সম্পাদক আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. আবু মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, মোস্তফা আমির ফয়সাল, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহনেওয়াজ ইমরান, ছাত্রনেতা আলমগীর হোসেন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।