ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

সুষ্ঠু নির্বাচন না দিলে আ’লীগের পরিণতি হবে ভয়াবহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুলাই ১, ২০১৭
সুষ্ঠু নির্বাচন না দিলে আ’লীগের পরিণতি হবে ভয়াবহ ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচন না দিলে আওয়ামী লীগের পরিণত হবে ভয়াবহ।

শনিবার (০১ জুলাই) রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সব সম্ভাবনা, স্বাধীনতার সব স্বপ্ন শেষ করে দিয়েছে আওয়ামী লীগ।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন একটা সুষ্ঠ‍ু নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়নের দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম তরিকুল ইসলাম, ড. মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এজেড/এসজে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।