ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিএনপি

হালুয়াঘাটে ৩০ ছাত্রলীগ কর্মীর বিএনপিতে যোগদান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জুলাই ২২, ২০১৭
হালুয়াঘাটে ৩০ ছাত্রলীগ কর্মীর বিএনপিতে যোগদান  ছাত্রলীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব হোসেন নয়নের নেতৃত্বে ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার ধারা বাজার বিএনপি কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের কাছে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তারা। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নড়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বদরুল কবির, কৃষক দলের যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আজিজ খান, তাঁতী দলের জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুট্টো, যুগ্ম-আহ্বায়ক এখলাস উদ্দিন বিএসসি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।