ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম করে বাঁচ‍ার আহ্বান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম করে বাঁচ‍ার আহ্বান  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করে বাঁচতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সব আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ বন্ধ করতে দেশে গুম আর খুনের সংস্কৃতি চালু করেছে তারা।

এখন বিএনপির সামনে দু’টি পথ খোলা- হয় সংগ্রাম করে বাঁচতে হবে, অন্যথায় মরতে হবে।
 
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বাঁচার সংগ্রামের অংশ হিসেবে সদস্য সংগ্রহের কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের এই মুহ‍ূর্তের কাজ হচ্ছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত এই কর্মসূচি সফল করা। ’ 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘বর্তমান সরকার জনগণকে ত্যাজ্য করে পুলিশ নির্ভর হয়ে টিকে আছে। এখন দেশে এমন এক দুঃশাসন চলছে-যেখানে কথা বলা যাবে না, সমাবেশ করা যাবে না। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।  

‘সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ট আসনে বিজয়ী হলেও তাদের ক্ষমতা দেওয়া হয়নি। এটা ছিল গণতন্ত্রের বিপরীত চিত্র। এজন্য একাত্তরে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়। কিন্তু এদেশে বারবার সেই অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তার প্রতিবাদও হয়েছে। ’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সেই অগণতান্ত্রিক শক্তির জোরে দেশে গুম আর খুনের সংস্কৃতি চালু করেছে। নতুন রূপে আমাদের সামনে বাকশাল হাজির হয়েছে। এখান থেকে দেশকে উত্তরণের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ’ 

আগামী নির্বাচন নিয়ে রুহুল কবীর রিজভী বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে যাবে। তবে অবশ্যই শেখ হাসিনার অধীনে নয়। আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের দাবি আদায় করে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। ’

যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ সভাপতি গোলাম রেজা দুলু, আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, দলের কার্যকরী সদস্য অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় বিএনপির সদস্য টিএস আইয়ূব, আবুল হোসেন আজাদ প্রম‍ুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা,  জুলাই ২৭, ২০১৭
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।