ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নাশকতার দুই মামলায় বিএনপি নেতার জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নাশকতার দুই মামলায় বিএনপি নেতার জামিন নাশকতার দুই মামলায় বিএনপি নেতার জামিন

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের আড়াইহাজারে বিএনপির টানা তিন মাসের আন্দোলনের সময় হরতালের দু’টি নাশকতার মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-২ মিয়াজী মো. শহিদুল আলমের আদালতে আজাদ আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন দেন। এর আগে এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে হরতালের দু’টি নাশকতার মামলায় আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজাদ নিজে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে দু’টি মামলায়ই জামিন দেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘বিএনপির টানা তিনমাসের হরতাল-অবরোধের সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও আমার বিরুদ্ধে নাশকতার মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিলো। এর আগেও আড়াইহাজারে একটি হত্যা মিথ্যা মামলার আসামি করা হয়েছিলো। ’

আদালতে হাজিরার সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রিয়াদ মো. চৌধুরী, আকরাম প্রধান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মাহমুদুল্লাহ, রূপগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আপন, জেলা ছাত্রদল নেতা রবিন, লিংকন, হামিদুর রহমান সুমন, ফয়সাল খান স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল, জাহিদ, সোলেমান, সেলিম, রাজন, শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬ 
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।