ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, অক্টোবর ১৮, ২০১৭
ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ফেনী জেলা ছাত্রদল মিছিলের চেষ্টা করলে নাশকতার আশঙ্কায় লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাংক রোড়ের প্রেস ক্লাবের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ বরাতের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি এসএসকে সড়কের গ্রিন টাওয়ারের সামনে আসলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নাশকতার আশঙ্কায় পুলিশি নজরদারিতে ছিল মিছিলটি । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মিছিলকারীরা পালিয়ে যায় ।

নইমুল্লাহ বরাত বাংলানিউজকে বলেন, অন্যায়ভাবে তাদের শান্তিপূর্ণ  মিছিলে লাঠিচার্জ করেছেন পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।