ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, অক্টোবর ২৪, ২০১৭
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ফেনী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের এসএসকে সড়কের ফায়ার সার্ভিস থেকে শুরু হয়ে পাঠানবাড়ি রাস্তার মাথায় গিয়ে মিছিলটি শেষ হয়।  

মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল।

 

এতে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরীফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।