ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার গাড়ি বহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, অক্টোবর ২৯, ২০১৭
খালেদার গাড়ি বহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর: কক্সবাজারের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল ও জেলা যুবদল।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলা যুবদল ও বিকেলে জেলা ছাত্রদল নগরীর গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত দলীয় অফিসের সামনে থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল কিছুদূর এগিয়ে মূল সড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধায় সেখানেই পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।


 
দুপুরে রংপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শাহ মো. জিল্লুর রহমান জেম এর পরিচালনায় জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামছুল হক ঝন্টু প্রমুখ।

পরে বিকেলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সিনিয়র সহ সভাপতি হুমায়ন কবির রিন্টু, সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ আল ইমরান সুজন, মুনতাসির মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।  

বক্তারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।