ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

কক্সবাজারে খালেদা, ত্রাণ দেবেন সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, অক্টোবর ২৯, ২০১৭
কক্সবাজারে খালেদা, ত্রাণ দেবেন সোমবার খালেদা জিয়া (ফাইল ছবি)

গাড়িবহর থেকে: মিয়ানমারে নির্যাতনের জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে তার গাড়িবহর কক্সবাজার পৌঁছে। এরপর তিনি জেলা সার্কিট হাউজে ওঠেন।

 এর আগে বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ ত্যাগ করেন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার পরে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা। সঙ্গে দলটির সিনিয়র নেতারা থাকবেন। তারা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবেন, তাদের খোঁজ-খবর নেবেন।  

শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের উদ্দেশে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পথিমধ্যে একবার হামলার ঘটনাও ঘটে।  পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।  

ওইদিন সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা থেকে তিনি রওয়ানা হন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের সিনিয়র নেতারা।

চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে খালেদা

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।