ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
খালেদার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের বৈঠক সোমবার

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিসি) ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল। 

সোমবার(০৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত থাকবেন।  

বৈঠকে চলমান রাজনীতিক বিষয়াবলী, রোহিঙ্গা সংকট এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।