ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বদরগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতাকর্মী বহিষ্কার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বদরগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতাকর্মী বহিষ্কার সংবাদ বিজ্ঞপ্তি

রংপুর: রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির চার নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) রাতে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত চার নেতাকর্মী হলেন- বদরগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সভাপতি আহম্মেদ বিপ্লব, যুগ্ম-সম্পাদক বিমল রায়, আবু সাইদ ও সদস্য লোটাস।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ওপর ছাত্রদলের সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয় বিজ্ঞপ্তিতে।

রোববার (১২ নভেম্বর) বদরগঞ্জ পৌর শহরের আল মদিনা কমিউনিটি সেন্টারে ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে চার কর্মী আহত হন। সংঘর্ষের জেরে পণ্ড হয়ে যায় সমাবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’ গ্রুপের মধ্যে কোন্দলের জেরে এ সংঘর্ষ হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।