ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিএনপি

ই‌তিহাস বিকৃ‌তিকারীরা বড় গলায় কথা বলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, নভেম্বর ১৯, ২০১৭
ই‌তিহাস বিকৃ‌তিকারীরা বড় গলায় কথা বলে

ঢাকা: যারা ই‌তিহাস বিকৃ‌তিকারী তারাই বড় গলায় কথা বলে মন্তব্য করেছেন ‌বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

‌রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স  ইউ‌নি‌টি মিলনায়তনে মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবা‌র্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

‌নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্যথায় জনগণ রাস্তায় নামবে।

জনগণের সাথে তখন বিএন‌পি থাকবে।

মওলানা ভাসানীর মৃত্যুবা‌র্ষিকীর আলোচনা সভায় বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ কেদ্রীয় নেতারা বক্তব্য রাখ‌ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।