ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

আমান উল্লাহ চৌধুরী স্ত্রীর দাফন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, নভেম্বর ২৬, ২০১৭
আমান উল্লাহ চৌধুরী স্ত্রীর দাফন সোমবার রাহিজা খানম ঝুনু

ময়মনসিংহ: বিএনপির সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরীর স্ত্রী ও একুশে পদক প্রাপ্ত শিল্পী রাহিজা খানম ঝুনুর নামাজে জানাজা আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বাদ জহুর স্থানীয় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ভালুকা বাজার জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।

রোববার (২৬ নভেম্বর) সকালে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহিজা খানম ঝুনু।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঝুনুর মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোর্শেদ আলমসহ স্থানীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।