ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

বেনাপোল পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, নভেম্বর ৩০, ২০১৭
বেনাপোল পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

বেনাপোল(যশোর): বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে প্রত্যেকের নিজ নিজ বাড়ি থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কমিশনার ও যুবদলের সদস্য আহাদ আলী ও যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।

আটক নাজিম উদ্দিনের স্ত্রী জানান, রাতে পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির বাড়ি থেকে ‘দরকার আছে’ বলে ডেকে নিয়ে যান। একই কথা বলেন আটক অন্য তিন নেতার পরিবারও।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সুমন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।