ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, ডিসেম্বর ১৮, ২০১৭
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৫ ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের ধাওয়া

ফেনী: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেফতারে প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া করেছে। এ সময় স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এসএসকে রোড়ের ফায়র সার্ভিস এলাকা থেকে মিছিলটি বের করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিলে নেতৃত্বে ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল।

 

সাইদুর রহমান জুয়েল বাংলানিউজকে জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশ অন্যায়ভাবে পেছন থেকে ধাওয়া করে। এ সময় সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর ও যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিনসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুদীপ রায় বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তার কর্তব্য পালন করেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।