ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া, আহত ৩ পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিএনপির কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া, আহত ৩ পুলিশ

ঢাকা: রাজধানীর শাহবাগ হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

এ সময় বিএনপির কর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩০জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। আহতরা রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে আসেন। আহতরা হলেন-শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবরাজ, পুলিশ কনস্টেবল ইব্রাহিম ও আনাসার সদস্য আব্দুস সালাম।

শাহবাগ থানার ডিউট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুই দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে বেরোনোর সময় দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনজন আহত ও ৩০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা বিএনপির কর্মী কিনা তা মধ্যে যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।