ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘মামলা প্রত্যাহার না করলে সিলেট থেকে দুর্বার আন্দোলন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
‘মামলা প্রত্যাহার না করলে সিলেট থেকে দুর্বার আন্দোলন’

সিলেট: জিয়া পরিবারের বিরুদ্ধে সব মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে না নিলে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সিলেটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমেই এই ‘স্বৈরাচারী’ সরকারের সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
 
মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টায় মুক্তিযোদ্ধাদল, যুবদল, ছাত্রদল, হকার্সদলসহ তৃণমূল নেতাদের উদ্যোগে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর থেকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তৃণমূল নেতারা।  

আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে আবারো সরকার গঠন করে জনগণের মুখে হাসি ফোটাবে বিএনপি। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আন্দোলনের সিদ্ধান্ত এলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।  

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নেত্রী রাজনৈতিক দর্শন বলে দিয়েছেন- আমরা কিভাবে নির্বাচন চাই। এই সরকারের একমাত্র উপায় হচ্ছে মিথ্যা মামলায় সাজা দিয়ে নেত্রীকে কারাগারে পাঠিয়ে দেওয়া।

মহানগর মুক্তিযোদ্ধা দল সভাপতি সালেহ আহমদ খসরুর পরিচালনায় ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলীর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম মল্লিক, শেখ মঈন উদ্দিন, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুক এলাহী সিদ্দিক, যুবদল নেতা আব্দস শুকুর, সুলতান আহমদ বাবু, নাজমুল হোসেন দিপন, হকার্স দল সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক খোকন আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, ছাত্রদল নেতা সলিট আহমদ, আশরাফ আহমদ, দিনার আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম আহমদ, জাসাস দল নেতা সিরাজ মিয়া, তাঁতীদল মহানগরের সাধারণ সম্পাদক পুতুল আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।