ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আজিজুল বারী হেলাল আটক, দাবি স্বজনদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
আজিজুল বারী হেলাল আটক, দাবি স্বজনদের

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে আজিজুল বারী হেলালের ভাগ্নে পি হক বাংলানিউজকে বলেন, ছোট চাচা নামাজ পড়ে বাসা (মগবাজার ওয়ার‌লেস) থেকে বের হওয়ার সময় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আরও পাঁচজনকে ডিবি নিয়ে গেছে।

হেলাল ছাড়াও বাকি পাঁচ জনের মধ্যে বাবু, সুজন, পার্থ নামে তিন জন রয়েছে বলে জানান পি হক।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, আমাদের কাছে কোনো তথ্য নেই।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসজেএ/এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।