ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সভাস্থল থেকে বিএনপি নেতাকর্মী আটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সভাস্থল থেকে বিএনপি নেতাকর্মী আটকের অভিযোগ সভাস্থল থেকে বিএনপি নেতাকর্মী আটক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা:  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাস্থল লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে দলের কয়েকজন নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেলের সামনে থেকে ২০-২৫ জনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

তারা জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাস্থলে পৌঁছানোর কিছু সময় পর বেলা সোয়া ১১টার দিকে একটি সাদা মাইক্রোবাসে বেশ কয়েকজন বিএনপি কর্মীকে তুলে নিতে দেখা গেছে।

তবে এ বিষয়ে প্রাথমিক সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি আটক হওয়াদের পরিচয়।

এদিকে নির্বাহী কমিটির সভা ঘিরে দলের নেতাকর্মীরা সকাল থেকে হোটেলের সামনে অবস্থান করলেও কয়েকজনকে আটকের ঘটনার খবরে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাইরে অবস্থান করা নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।
 
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে হোটেলের বলরুমে প্রবেশ করে সভাপতির আসন গ্রহণ করেন চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।