ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজশাহীতে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ আটক ৬২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
রাজশাহীতে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ আটক ৬২

রাজশাহী: রাজশাহীতে পুলিশি অভিযানে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৬২ জনকে আটক করেছে পুলিশ।

আটক অন্যদের মধ্যে ১৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মাদকসহ আটজন এবং বিভিন্ন অপরাধে ৩৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা সাতজন, শাহ মখদুম থানা ২৭ জন এবং মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দুইজনকে আটক করে।

তিনি জানান, রাজপাড়া থানা পুলিশ আশরাফুল আলম শেখ (৩৫), মো. সুজন (৩৫) ও সোহওয়ার্দী ওরফে সারো (৪০) নামে তিন বিএনপিকর্মীকে আটক করেছে। আর আকবর আলী (৫৮) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ। অভিযানে বেশকিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটকদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মহানগর পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।