ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পুলিশি বাধায় বিএনপির ‘কালো পতাকা’ প্রদর্শন পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
পুলিশি বাধায় বিএনপির ‘কালো পতাকা’ প্রদর্শন পণ্ড নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের জলকামান ব্যবহার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা পূর্ব ঘোষিত ‘কালো পতাকা’ প্রদর্শন কর্মসূচি দফায় দফায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন।  

একপর্যায়ে নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ ওয়াটার ক্যানন ছোড়ে।

এরপর নেতাকর্মীরা কার্যালয়ের ফটকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।  

এদিকে ডিবি পুলিশ সদস্যরা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া পুলিশি বাধায় ১৫-২০ জন কর্মী আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি ও গোয়েন্দা পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে।  

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে  সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‘কালো পতাকা’ প্রদর্শন কর্মসূচি ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।