ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠি: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হলে পুলিশ তাকে বাধা দেয়।  

বিএনপির নেতা জানান, ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়।

সকাল ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদুর এগোতেই পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তধস্তির ঘটনা ঘটে।

এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে। এতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও যুবদল নেতা আবদুল বারেকসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, লাঠিপেটা নয় শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।