ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি পালনকালে ব্যানারের দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আসে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের উভয়পাশে অবস্থান নেয়।

বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বেরিকেডের মধ্যেই শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ চলাকালে ব্যানারের দখল নিয়ে দুলের দু’গ্রুপ নেতাকর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষকে থামানো হয়। শুরু হয় সমাবেশের কার্যাক্রম।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, চেয়ারপারসেনর উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, উপদেষ্টা মো. শোকরানা, জানে আলম খোকা, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, খায়রুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।