ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শুক্রবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
শুক্রবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন ২০ দলের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত ১০টায় বাংলানিউজকে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফোনে বৈঠকের দাওয়াত দেওয়া হয়েছে।

 

গত ২৪ মার্চ ২০ দলীয় জোটের বৈঠকে নজরুল ইসলাম খানকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর শুক্রবারই জোটের প্রথম বৈঠক হতে যাচ্ছে।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে মোস্তফা ভূঁইয়া বলেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়েই মূলত আলোচনা হবে। তাছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।