ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সমন্বিত প্রার্থী দিতে নীতিগত সিদ্ধান্তে ২০ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
সমন্বিত প্রার্থী দিতে নীতিগত সিদ্ধান্তে ২০ দলীয় জোট

ঢাকা: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জোটগত প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।

শুক্রবার (০৬ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শরিকদের নিয়ে ডাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে বিএনপি ও শরিক দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিটি নির্বাচন সময়ে জোটের পক্ষ থেকে প্রচার প্রচারণার কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়।

শরিক দলের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, আসন্ন দুই সিটি নির্বাচনকে সামনে রেখে গত ৫ এপ্রিল মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি করেছে বিএনপি। মনোনয়নপত্র সংগ্রহ করে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৮ এপ্রিল রাজধানীর গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।