ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ। ছবি- বাংলানিউজ

খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা যুবদল।

শনিবার (২৮ এপ্রিল) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের নেতা নাসির শিকদার, মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বক্তারা অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে ক্ষমতাসীন দল নির্বাচন করতে চায়। দলকে ভাঙার জন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছে।  

সমাবেশ থেকে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।