ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

৫ জুলাই সমাবেশ, ৯ জুলাই প্রতীকী অনশনের ঘোষণা বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
৫ জুলাই সমাবেশ, ৯ জুলাই প্রতীকী অনশনের ঘোষণা বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ার প্রতিবাদে আগামী ৫ জুলাই (বৃহস্পতিবার) ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই (সোমবার) প্রতীক অনশন পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (২ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, ৫ জুলাই বিএনপি সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে।

ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। আর ৯ জুলাই পালন করা হবে প্রতীকী অনশন। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মাদ আলী, জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।