ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নির্বাচনের আগেই খালেদার মুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
নির্বাচনের আগেই খালেদার মুক্তির দাবি ...

ঢাকা: বিএনপির লক্ষ্যই এখন খালেদা জিয়ার মুক্তি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না, নির্বাচনের আগেই তাকে মুক্তি দিতে হবে।

 

বুধবার ( ১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

‘শহীদ শাহজাহান হাওলাদার সুজনের ১৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৯০ এর গণঅভ্যুত্থান এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন সুজন স্মৃতি পরিষদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তাকে জেলে রেখেই সরকার নির্বাচন করতে চাইছে। তবে আমরা বলতে চাই, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন হবে না। তাকে নির্বাচনের আগেই মুক্তি দিতে হবে।

আলোচনায় সভায় প্রধান আলোচক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, আন্দোলন করার কোনো অধিকার নেই। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে পারে না।

তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে রেখেই নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। তবে তাকে জেলে রেখে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সুজন স্মৃতি পরিষদের সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক  সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার, হাবিবুর রহমান হাবিব, সুজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।