ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নানা কর্মসূচিতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
নানা কর্মসূচিতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: নানা আয়োজনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন দলের নেতাকর্মীরা। দুর্নীতির দায়ে চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় এবং দণ্ডপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান লন্ডনে থাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কোনো সদস্য ছাড়াই এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে দলটিকে।

শনিবার (১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর তুলে ধরা হলো-

রাজশাহী
মহানগরীর ভুবনমোহন পার্কে বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহীতে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মিজানুর রহমান মিনু।

সকাল ৯টায় প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।  

সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হেনা, বোয়ালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা সভাপতি শওকত আলী, সম্পাদক আলী হোসেন, মতিহার সভাপতি আনসার আলী প্রমুখ।

খুলনা
শান্তির প্রতীক কবুতর এবং বেলুনে বাঁধা ফেস্টুন উড়িয়ে খুলনা বিএনপি ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার পৃথক পৃথক সময় মহানগর ও জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

বিকেলে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই।

সমাবেশ থেকে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা, মিথ্যা মামলায় কারারুদ্ধ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং অবৈধ অনির্বাচিত সরকারকে হটিয়ে গণতন্ত্রের ধারা ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে সমাবেশে ও বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আবু জাফর, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন প্রমুখ।

অপরদিকে দুপুরে কে ডি ঘোষ রোডে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোটের এস এম শফিকুল আলম মনা।

লক্ষ্মীপুর
দুপুরে দলীয় কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।  

বিশেষ অতিথি ছিলেন- সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বাগেরহাট 
সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করে বাগেরহাট জেলা বিএনপি। বেলা ১১টায় শহরের সরুই দলীয় কার্যালয়ে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান, যুবদলের সাংগঠনিক সম্পাদক এম সাজ্জাদ হোসাইন, জেলা  ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ প্রমুখ।

হবিগঞ্জ
প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে দুপুরে শহরের শায়েস্তানগর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, গোলাম মোস্তফা রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ প্রমুখ।

জামালপুর
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে দুপুরে শহরের শফিমিয়ার বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান, লোকমান আহমেদ লোটন, আনিছুর রহমান বিপ্লব, খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদল সভাপতি ফিরোজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সজিব খান ও জেলা ছাত্রদল সভাপতি সোহেল রানা প্রমুখ।

পিরোজপুর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সকালে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের র‌্যালি বের করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। এসময় পুলিশ পাঁচ নেতাকে আটক করেছে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, সহ-সভাপতি আবুল কালাম আকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

এদিকে শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে পুলিশ তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া যায়।

পটুয়াখালী
দোয়া মিলাদ ও অলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়ার সভাপতিত্বে পটুয়াখালীর শের-ই বাংলা পাঠাগারে সকাল সাড়ে ১০টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পটুয়াখালী জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন প্রমুখ।

এসময় বক্তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।