ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (১৭ সে‌প্টেম্বর) দুপুরে নাশকতার এক‌টি মামলায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হ‌য়ে জা‌মি‌ন আবেদন করলে বিচারক সাদিকুল ইসলাম তালুকদার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

আদালতের পাব‌লিক প্র‌সি‌কিউটর (পিপি) অ্যাড‌ভো‌কেট ওসমান গণি বাংলানিউজ‌কে জানান, ২০১৬ সালে নাশকতা সৃ‌ষ্টির অভি‌যো‌গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নামে আশাশুনি থানায় এক‌টি মামলা হয়।

এ মামলায় দীর্ঘদিন তিনি হাজিরা না দেওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সোমবার এ মামলায় আদালতে হাজিরা দিয়ে তারিকুল জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তা‌কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।