সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৭ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুজিদ বাংলানিউজকে জানান, তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যা, বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির চারটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
জিপি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।