রোববার (১৪ অক্টোবর) সকালে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলটি বের করে। এতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেন।
নেতাকর্মীরা মিছিলটি নিয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ গণপূর্ত কার্যালয়ের সামনে বাধা দেয়। পরে সেখানেই তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
সমাবেশ বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ও দলীয় নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। তারেকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন রায় দেওয়া হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা ফরমায়েশি রায়ে মাথা নত করবে না বলে জানিয়ে তারেকসহ দলীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়ার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এডি/এএটি