ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজন বেপারীকে কারাফটক থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
রাজন বেপারীকে কারাফটক থেকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

ঢাকা: রাজন বেপারী নামে এক অনলাইন অ্যাকটিভিস্টকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে র‌্যাব ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে রিজভী এ অভিযোগ করেন।  

তিনি বাংলানিউজকে বলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট রাজন বেপারী প্রায় আড়াই মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন।

কিন্তু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে র‌্যাব পুনরায় তুলে নিয়ে গেছে। তার পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, র‌্যাব তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না।

রিজভী বলেন, অবিলম্বে রাজন বেপারীকে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

গত ৮ আগস্ট রাজন বেপারীসহ কয়েকজনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।