বুধবার (৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় নিজ বাসভবনে এক আলোচনা সভায় বেবী নাজনীন এ কথা বলেন।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, একজন অসুস্থ মানুষকে (খালেদা) এভাবে কারাবন্দি রাখা সমীচীন নয়।
নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর- কিশোরগঞ্জ) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বেবী নাজনীন বলেন, ‘দেশের মানুষ আমাকে ‘ডটার অব জিয়াউর রহমান’ বলেন। বলেন নর্থ বেঙ্গলের কন্যা, ব্ল্যাক ডায়মন্ড কন্যা। আমি দেশ-বিদেশ ঘুরি সমানতালে সবখানে দলের জন্য কাজ করছি। আবার ফিরে আসি মাটির টানে আপন ভুবনে। এ দেশের মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। এসব মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তাদের জন্য অনেক কিছু করণীয় আছে,আমি তা করতে চাই। দল নির্বাচনে গেলে জিয়া পরিবারের সদস্য হিসেবে আমি মনোনয়ন পাবো এবং নির্বাচিত হবো। আপনার পাশে থাকুন। ’
তিনি অভিযোগ করে বলেন, ‘সৈয়দপুরে পুলিশ আমাদের দলীয় কার্যালয়ে সভা করতে দেয়নি। এতে আমরা ভীত নই। আমার মা খালেদা জিয়া জেলে রয়েছেন, তাই আমরা জেল-জুলুম ভয় পাই না। ’
সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য এস এম ওবায়দুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য প্রভাষক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সভাপতি সামসুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি