ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ঢাকা: বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ ও ‘গায়েবি’ মামলার তথ্যসহ তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্রগ্রহণ শাখা মামলার নথিসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকাটি গ্রহণ করেন কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং মামলার তথ্য সংগ্রহকারী সালাহ উদ্দিন খান সঙ্গে ছিলেন।

 

শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।