ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়ন বিক্রি ৪ হাজার, জমা ১২৪৯

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বিএনপির মনোনয়ন বিক্রি ৪ হাজার, জমা ১২৪৯ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে গত চারদিনে বিএনপির ফরম বিক্রি হয়েছে চার হাজার ১১২টি। এখন পর্যন্ত জমা পড়ছে এক হাজার ২৪৯টি ফরম।

এর মধ্য প্রথম দিন ফরম বিক্রি হয় এক হাজার ৩২৬টি, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬টি এবং বুধবার (১৪ নভেম্বর) তৃতীয় দিন ৪৮৮টি বিক্রি হয়। জমা পড়ে ৩৯১টি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ৮৫৮টি মনোনয়ন ফরম জমা এবং বিক্রি হয় ৪০২টি।

সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ নভেম্বর) মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার শেষদিন।

উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।