ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সাতক্ষীরায় বিএনপির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
সাতক্ষীরায় বিএনপির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ লিখিত বক্তব্য পাঠ করেছেন ডা. শহিদুল আলম। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা, মারপিট ও গণগ্রেফতারের অভিযোগ উঠেছে। 

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. শহিদুল আলম এ অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শহিদুল আলম বলেন, আওয়ামী লীগ দলীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও পুলিশ এসব অতৎপরতা চালাচ্ছেন।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার কোনো পরিবেশ নেই। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রচার মাইক ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো স্থানে বিএনপি নেতাকর্মীদের মারপিটের ঘটনাও ঘটেছে।  

তিনি আরো বলেন, দেবহাটায় ছাত্রদলের কামরুল ইসলাম ও ফিরোজ আহমেদসহ কয়েক নেতাকে মারধর করেছে ক্ষমতাসীন দলের লোকজন। বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের ব্যানার ফেস্টুন কেড়ে নেওয়া হয়েছে। আশাশুনি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও বড়দল ইউনিয়ন বিএনপি নেতা আজহারুল ইসলাম মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য নেতা-কর্মীদের গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।

এ সময় তিনি অবাধে প্রচারের সুযোগ ও গণগ্রেফতার বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, খায়রুল আহসান, তারিকুল হাসান, মো. ইসলামউদ্দিন, আশরাফুজ্জামান মুকুল, হাফিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।