ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কাশিমপুর থেকে ময়মনসিংহ কারাগারে হাবিব উন নবী সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
কাশিমপুর থেকে ময়মনসিংহ কারাগারে হাবিব উন নবী সোহেল

ময়মনসিংহ: বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ রফিকুল ইসলাম জানান, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে।

নিরাপত্তার স্বার্থে তাকে বুধবার (১৯ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাকে কারাগারের ১/১০ নম্বর সেলের ৯ নম্বর কক্ষে রাখা হয়েছে।

পরিবার ছাড়া তার সঙ্গে অন্য কারো দেখা করার কোনো সুযোগ নেই বলেও জানান শাহ রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।