ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝিনাইদহে বিএনপির প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ঝিনাইদহে বিএনপির প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ  সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: প্রচার মাইক ভাঙচুর, মারপিট ও পুলিশ প্রশাসনের পক্ষপাত আচরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। 

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি এসব অভিযোগে করেন।  

সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ফিরোজ বলেন, থানা পুলিশসহ প্রশাসনের লোকজন নৌকা প্রতীক পক্ষে ভোট চাচ্ছেন।

আওয়ামী লীগের নেতারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না আসার জন্য হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এ অবস্থা চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক ও সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।