ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সুনামগঞ্জে গ্রেফতার হয়রানি ও হামলার অভিযোগ বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সুনামগঞ্জে গ্রেফতার হয়রানি ও হামলার অভিযোগ বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখছেন করছেন নূরুল ইসলাম নূরুল। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে গ্রেফতার হয়রানি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।

সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলাম নূরুল বলেন, আমাদের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার জন্য মাঠে নামতে দেওয়া হচ্ছে না।

পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

এসময় নির্বাচনের আর কয়েকদিন বাকি উল্লেখ করে পুলিশের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানান তিনি।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সভাপতি আতম মিছবাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫,  ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।