ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপির আরও ১১২ নেতাকর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
সিলেটে বিএনপির আরও ১১২ নেতাকর্মী কারাগারে

সিলেট: সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির আরও ১১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৪ মার্চ) নির্বাচনী সহিংসতার পৃথক দু’টি মামলায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বালাগঞ্জ) ৫ম আদালতের বিচারক ফারজানা সুমি চৌধুরী।

দুপুরে দু’টি মামলায় জামিন আবেদনের জন্য আবেদন করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল আহমদ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিপন ও উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলকু মিয়া মেম্বারসহ ১১২ জন।

শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বাংলানিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় উচ্চ আদালতে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আড়াইশ’ নেতাকর্মী।

সোমবার দু’টি মামলায় জামিনের জন্য আবেদন করলে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরআগে রোববার সহিংতার আরেকটি মামলায় একই আদালতের বিচারক বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।