শুক্রবার (২৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হওয়া কাউন্সিল চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এতে সভাপতি পদে ডা. হারুন অর রশিদ ও ডা. মোস্তাক রহিম স্বপন এবং মহাসচিব পদে ডা. আবদুস সালাম ও ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্বাচন করছেন।
ড্যাবের দফতরের দায়িত্বে থাকা ডা. হারুন অর রশিদ খান রাকিব বাংলানিউজকে বলেন, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব এ পাঁচ পদে নির্বাচন হচ্ছে। রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
এবার কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে মোট কাউন্সিলর ২৬৫ জন। এদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৬১ জন সদস্য ও বাকিরা সাংগঠনিক জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব।
ডা. রাকিব আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পাঁচটি পদে ৭০টির মতো নমিনেশন ফরম বিক্রি হয়। সেখান থেকে শেষ পর্যন্ত পাঁচ পদে ১০ জন নির্বাচন করছেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএইচ/ওএইচ/