কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষুব্ধ ও বহিষ্কৃত নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ
ঢাকা: তফসিল বাতিল ও বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রদলের বিক্ষুব্ধ ও বহিষ্কৃত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী।
এসময় তারা ‘অবৈধ তফসিল, মানি না মানবো না’, ‘অবৈধ সিন্ডিকেট মানি না মানবো না’, ‘কথায় কথায় বহিষ্কার, দল কি তোদের বাপ দাদার’, ‘সিন্ডিকেটের আস্তানা, পার্টি অফিসে রাখবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তাদের অনেকের হাতে লাঠি, হকিস্টিক, লোহার রড ও স্টিলের পাইপ দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমএইচ/ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।